নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১০:২৯, ২৯ অক্টোবর ২০১৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজ্যটির গভর্নর গেভিন নিউসম এই জরুরি অবস্থা জারি করেছেন।
তীব্র বাতাসের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
এতে ২০ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। – এএফপি।