নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৬:২৯, ২৯ অক্টোবর ২০১৯
বাড়ির ভিটা নিয়ে দুই পক্ষের মারামারির সময় দায়ের কোপে স্তন হারিয়েছেন পঞ্চাশোর্ধ এক নারী।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বরমা ইউপির পশ্চিম কেশুয়া ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো এক নারী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপর চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিপক্ষের মদন আলী প্রকাশ মজনু ফকির ওরফে মদন ফকিরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
বাড়ির ভিটা নিয়ে মাঝেরপাড়ার হামিদ আলীর ছেলে মদন ফকিরের সঙ্গে পার্শ্ববর্তী ইউসুফ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত রোববার সকালে বিরোধপূর্ণ জায়গা থেকে মজনু ফকির গাছের ডাল কেটে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে ইউসুফ মিয়ার পরিবারের নারী সদস্যরা বাধা দেয়। এতে বাকবিতণ্ডা থেকে মারামারি শুরু হয়। মারামারির একপর্যায়ে মজনু ফকিরের হাতে থাকা ধারালো দায়ের কোপে ইউসুফ মিয়ার স্ত্রী হোসনে আরা বেগমের স্তন কেটে যায়।
এ সময় তার সঙ্গে থাকা পুত্রবধূ রাশেদা আকতারও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের চমেক হাসপাতালে প্রেরণ করেন।
চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্ত্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মজনু ফকিরকে থানায় নিয়ে আসা হয়েছে।