বিজ্ঞপ্তি, প্রবর্তন | প্রকাশিতঃ ২২:০৮, ২৯ অক্টোবর ২০১৯
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৩০টি রোটার্যাক্ট ক্লাবের যৌথ আয়োজনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের হাত ধোয়ার সামগ্রী বিতরণ ও হাত ধোয়া কর্মসূচি পালিত হয়। দেশের বিভিন্ন স্থানের ন্যায় খুলনা রোটার্যাক্ট ক্লাবের উদ্দ্যোগেও এ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় রোটার্যাক্টদের আয়োজনে মহানগরীর ছোট বয়রা মনীন্দ্ররায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষন ও সামগ্রী বিতরণ করা হয়।
খুলনা রোটার্যাক্ট জোনাল রিপ্রেজেনটেটিভ ইয়াসিন আরাফাত রাজু’র সভাপতিত্বে ও খুলনা প্রিমিয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম রাসেল ইসলামের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সহ সভাপতি মহিবুল ইসলাম থ্রান্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এফ এম জামিল হোসেন ও সহকারী শিক্ষক অঞ্জলী রানী রানা। প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুর রহমান সুজন, আকরাম হোসেন, রাহাদ খান, শাহরিয়ার রহমান শষী, খান মোঃ সালেহীন সোহেল, হাবিবুর রহমান ইমন প্রমুখ।
বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে খুলনাঞ্চলের ৪টি রোটার্যাক্ট ক্লাব খুলনা মহানগর, খুলনা পাইওনিয়ার, খুলনা প্রিমিয়ার ও নর্ন্দান ইউনিভার্সিটি খুলনার পক্ষ থেকে স্কুলের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে হাত ধোঁয়ানোর সামগ্রী বিতরণ করা এবং উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের হাত ধোঁয়ার উপকারিতার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সকল ছাত্র-ছাত্রীদের হাত ধোয়ানো হয়।