নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৬:৩২, ২৮ অক্টোবর ২০১৯
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তার পরিবারের সদস্যদের অভিযোগ অস্বীকার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা ঠিকভাবেই চলছে। তার পরিবারের অভিযোগ সঠিক নয়।
সোমবার দুপুরে বিএসএমএমইউতে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন তিনি।
তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, কোনোভাবেই তার স্বাস্থ্যের অবনতি হয়নি।
এর আগে শুক্রবার বিকালে বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, নিজের হাতে তুলেও খেতে পারেন না। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা দরকার। যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হচ্ছে না।