নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:১৯, ২৮ অক্টোবর ২০১৯
খুলনায় একশত ২০ টি ব্রাক ব্যাংকের ভুয়া চেকসহ মোঃ শাকিল আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বসুপাড়া ডলফিন ভিডিও মোড় থেকে তাকে আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ। আটক হওয়া শাকিল এস কে ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের মালিক।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, এই চক্রের মূল হোতা শাকিল আহমেদ এবং তার দুই সহযোগী শওকত ও আফজাল মিলে দীর্ঘদিন যাবৎ ভুয়া চেকের মাধ্যমে প্রতারণা করে আসছে। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।