খানজাহান আলী থানা প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:২৪, ২৭ অক্টোবর ২০১৯
শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা এসডিজী ফোর বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলা আইসিটি ফোর-ই অ্যাম্বাসেডর শিক্ষকদের উদ্যোগে রবিবার দুপর ১২টায় পল্লিমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয়ে এক মতবিনিময় সভা হয়েছে।
খুলনা সরকারী মহিলা কলেজ প্রভাষক (উদ্ভিদ বিদ্যা) ও আইসিটি ফোর-ই অ্যাম্বাসেডর ফারহানা তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা একাডেমিক সুপারভাইজার ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত খুলনা মোঃ কামাল হোসেন, পল্লিমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা সুলতানা, থানা একাডেমিক সুপার ভাইজার মাহবুবা নাসরিন কেয়া, সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মারজান বিনতে আজাদ।
অ্যাম্বাসেডরদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম, মোঃ তুহিন, দেবপ্রসাদ বিসমিল, অভিজিৎ, মোঃ রবিউল ইসলাম, জি.এম ফারুকুল ইসলাম, গনেশ চন্দ্র, নির্মল, গৌতম, তারানা , জান্নাতুল, গুলজার, আক্তারুজ্জামান, শারাফুল, জপেশ,সৌমিত্র, মামুন, সমরেন্দ্রনাথ প্রমুখ।
অনুষ্ঠানে গুনগত শিক্ষা বাস্তবায়নে অ্যাম্বাসেডরদের করনীয় বিষয় আলোচনা হয়।