নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২২:২১, ২৭ অক্টোবর ২০১৯
মোবাইল চোর সন্দেহে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল পারভেজ রায়হান ও তার ভগ্নিপতি মিজানুর রহমানকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (২৭ অক্টোবর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী বলেন, সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে এজাহার মিয়া নামে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার এসআই ইকবাল পারভেজ রায়হান ও তার ভগ্নিপতি মিজানুর রহমানকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের আদালত।
সীতাকুণ্ড থানা পু্লিশ আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিল বলে জানান তিনি।
২২ অক্টোবর সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় এসআই ইকবাল পারভেজ রায়হানের ছোট বোনের বাড়িতে মোবাইল চুরি হয়। এ ঘটনায় স্থানীয় এজাহার মিয়াকে সন্দেহ করে ইকবাল পারভেজের বোনের শ্বশুর বাড়ির লোকজন। এজাহার মিয়া মোবাইল ফেরত দিতে বলা হয়। মোবাইল ফেরত না দেওয়ার অযুহাতে এসআই ইকবাল পারভেজ এজাহার মিয়াকে ডেকে নিয়ে মারধর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এজাহার মিয়া।
অভিযোগ পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ এসআই ইকবাল পারভেজ রায়হান ও তার ভগ্নপতিকে গ্রেফতার করে।
এসআই ইকবাল পারভেজ রায়হান চট্টগ্রাম রেঞ্জে রিজার্ভ ফোর্সে দায়িত্বরত ছিলেন।