খুলনায় ১২ ঘন্টা ধরে পুড়লো পাট গোডাউন, আমলে নেয়নি মালিক-ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:২৮, ২৬ অক্টোবর ২০১৯

খুলনার আড়ংঘাটার বকুলতলায় খানজাহান আলী জুট ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দ্বিতীয় রহস্যজনক ভাবে দফায় আগুন লাগেছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে অগ্নীকান্ডের সূত্রপাত ঘটলেও সন্ধ্যা পর্যন্ত আগুন নেভানোর কোন ব্যবস্থা নেয়নি গোডাউন মালিক সেলিম। পার্শ্ববর্তী বাড়ির লোকজন আগুনের শিখা দেখে স্থানীয় ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলেও ফোন রিসিভ করে কথা না বলে ফোন কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, খান জাহান আলী জুট ট্রেডার্সের মালিক দীর্ঘদিন যাবৎ আবাসিক এলাকার মধ্যে পাট গোডাউন তৈরী করে ব্যবসা চালিয়ে আসছে। ২০১৭ সালের ১৮ জানুয়ারী ১ম দফায় এই রহস্যজনকভাবে গোডাউনে অগ্নীকান্ডের ঘটনা ঘটে। এ সময় পার্শ্ববর্তী একাধিক বাড়িঘর পুড়ে নিশ্চিন্ন হয়ে গেলে নামমাত্র ক্ষতি পূরণ দিয়ে এলাকাবাসীর বাঁধা কর্ণপাত না করে আবারো একাধিক গোডাউন বানিয়ে পাটের ঝুটের ব্যবসা আরম্ভ করে।

শনিবার সকাল থেকে গোডাউনের ভেতরে রাখা পাটের অবশিষ্ট অংশে সামান্য অগ্নিপাতের সূত্রপাতের পর গোডাউন মালিককে পার্শ্ববর্তী লোকজন অবহিত করলেো তিনি কর্ণপাত করেনি। অতঃপর স্থানীয় দৌলতপুর কৃষি কলেজর থেকে ফায়ার সার্ভিসে বার বার ফোন দেওয়া হলে রহস্যজনক কারনে ফোন কেটে দেয়। অবশেষে ৯৯৯ ফোন করার পর ফায়ার সার্ভিসের লোকজন এসে গোডাউনের আগুন নেভানোর চেষ্টা চালায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, বসত বাড়ির মধ্যে কিভাবে পাটের গোডাউন করার অনুমতি পায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন দৌলতপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top