নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১০:২৪, ২৬ অক্টোবর ২০১৯
জাপান পুলিশ চুরি হওয়া ১৮ লাখ ডলারের বেশি মূল্যের একটি ডায়মন্ড উদ্ধারে শুক্রবার অভিযান শুরু করেছে।
টোকিওর উপকণ্ঠে জুয়েলারি ট্রেড শো থেকে এ দামি ডায়মন্ড নিখোঁজ হওয়ার পর তারা এ অভিযান শুরু করল। খবর এএফপির।
পুলিশের মুখপাত্র বলেন, ‘বৃহস্পতিবার চুরি হওয়া ডায়মন্ডটির মূল্য ২শ’ মিলিয়ন ইয়েন। আমাদের ধারণা প্রদর্শনী বাক্স থেকে এটি চুরি হয়।’
৫০ ক্যারেট মানের এ ডায়মন্ড জাপানের ইয়োকোহামা নগরীতে আয়োজিত তিন দিনের এক ট্রেড শোতে প্রদর্শন করা হচ্ছিল। সেখানে জাপান, রাশিয়া, চীন ও অন্যান্য দেশের কোম্পানি তাদের আকর্ষণীয় বিভিন্ন পণ্য প্রদর্শন করছিল।
জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে পরিবেশিত খবরে বলা হয়, এ চুরির ঘটনায় এক কর্মচারীকে ডেকে পাঠানো হলে তিনি জানান, ডায়মন্ডটির প্রদর্শনী বাক্স খোলা থাকায় সেটি চুরি হয়ে গেছে। ডায়মন্ডটি জাপানের একটি কোম্পানির ছিল।