নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৯:০৪, ২৬ অক্টোবর ২০১৯
বিয়ে করতে অস্বীকৃতি জানানোর কারণে প্রেমিকের মুখে এসিড ছুড়ে মেরেছে ১৯ বছরের এক তরুণী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভারতের আলিগড়ের কাওয়ারসি পুলিশ এলাকার জীবনগড়ে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ছেলের পরিবারের পক্ষ থেকে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
ছেলেটির মা জানান, অভিযুক্ত তরুণীর সঙ্গে তার ছেলের সম্পর্ক ছিল। কিন্তু এক মাস ধরে তাদের মধ্যে কথা বন্ধ।
ছেলের মায়ের দাবি, সেদিন সকালে মেয়েটি তার ছেলেকে ফোন দেয়। কিন্তু ছেলে ফোন ধরেনি। বাড়ির পাশে একটি দোকানে তার ছেলে দাঁড়ানো ছিলো। তখন ছেলেটির মুখে এসিড ছুড়ে মারে ওই মেয়ে।
মেয়েটি পাল্টা অভিযোগ, ছেলেটি তাকে বিয়ের করতে চাইছিল। বিয়ে না করলে ঘনিষ্ঠ ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।
জওহর লাল নেহেরু মেডিক্যাল কলেজের চিকিৎসক এসএস জাইদি জানান, এসিডে ওই তরুণের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও তার চিকিৎসা চলছে।