নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১১:৩৫, ২৫ অক্টোবর ২০১৯
‘এই ওষুধ খেলে শরীরে শক্তি বাড়বে’ এ কথা বলে ভুলিয়ে ভালিয়ে নিজের আট বছরের মেয়ের মুখে বিষ তুলে দিয়েছেন এক মা। পরে ওই মাও বিষপান করেছেন। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কামুক্ত নয় শিশু। তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
সন্তানের মুখে বিষ তুলে দেয়া নারীর নাম মৌসুমী। তিনি ওই গ্রামের লিটনের স্ত্রী। মেয়ের নাম ফায়জা।
ওই নারীর স্বজনরা জানায়, লিটন একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। সাংসারিক বিষয় নিয়ে লিটন-মৌসুমীর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরেই মেয়ের মুখে বিষ তুলে দেন মৌসুমী।
ফমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসকরা জানান, কী পরিমাণ বিষ ওই শিশু ও তার মা পান করেছেন তা বলতে পারছে না স্বজনরা। শিশু ফায়জাকে আমরা ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছি। আর তার মাকে নারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।