বাগেরহাট প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:২৭, ২৫ অক্টোবর ২০১৯
বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ গ্রাম থেকে মুন্নি বেগম(১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার স্বজনেরা।
শুক্রবার বিকেল ৩ টার দিকে থানা পুলিশ মুন্নির মরদেহ হেফাজতে নিয়ে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছ।
মাত্র এক মাস পূর্বে পার্শবর্তী দেবরাজ গ্রামের কৃষক কবির শেখের সাথে বিয়ে হয়েছিল মুন্নির। স্বামীর বাড়ি থেকে পিতার বাড়ি বেড়াতে আসার দুদিন পরে শুক্রবার ভোর ৫ টার দিকে ঘরেই পাওয়া যায় তার ঝুলন্ত মরদেহ।
এ বিষয়ে মুন্নি বেগমের মা হাফিজা বেগম বলেন, মুন্নির মাথায় সমস্যা ছিল। তাই সে আত্মহত্যা করেছে। এজন্য কেউ দায়ী না।
এ সম্পর্কে থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মুন্নি বেগমের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছ।