শিবির ক্যাডার সাজ্জাদের নামে চাঁদাবাজি, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৯:১১, ২৫ অক্টোবর ২০১৯

দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ আলী খানের নামে চাঁদাবাজি করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র, তিনটি ছুরি ও গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে নগরেরর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলো- মো. রুহুল আমিন (২১), মো. তুহিন প্রকাশ তুফান (২৮), মো. আবদুল কাদের সুজন (২৯) মো. জাবেদ প্রকাশ ভাগিনা জাবেদ (৩১) ও রায়হান আহমেদ রনি (২০)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদের নামে চাঁদাবাজি করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র, তিনটি ছুরি ও গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, বিদেশে অবস্থান করা দুই দুর্ধর্ষ শিবির ক্যাডার সারোয়ার ও ম্যাক্সন এবং যুবলীগ পরিচয় দেওয়া একরাম মূলত এসব চাঁদাবাজি করছে তাদের অনুগত ক্যাডারদের দিয়ে। তিনজন শিবির ক্যাডার সাজ্জাদের অনুসারী।

তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর আবদুল ওয়াজেদ নামে এক ব্যবসায়ীকে ফোন করে শিবির ক্যাডার সাজ্জাদ পরিচয়ে কথা বলে যুবলীগ পরিচয় দেওয়া সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান একরাম। পরে ওই ব্যবসায়ীর ইমো নাম্বারে কল দিয়ে কথা বলে শিবির ক্যাডার সারোয়ার। ৮ সেপ্টেম্বর ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৩ সেপ্টেম্বর ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা করে তাদের অনুগত ক্যাডাররা।

এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদি হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top