মুনাওয়ার রনি, রামপাল প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ১৯:২৫, ২৩ অক্টোবর ২০১৯
রামপাল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছেন মোঃ দেলোয়ার হোসেন খান।
গত ১০ অক্টোবর ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মোঃ তুহিন হাওলাদারের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহন করেন।
ওসি দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, রামপাল উপজেলায় কোনো ধরনের অবৈধ কার্যকলাপ চলতে দেয়া হবে না। সন্ত্রাসী,মাদক ব্যাবসায়ী এবং অবৈধ দখলদারদের সাথে কোন আপোষ করা হবে না, এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারন জনগন যাতে থানায় এসে আইনী সহায়তা পেতে পারে তার ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন , গরীব ও দুঃস্থ মানুষ যাতে সহজে থানায় এসে আইনী সহায়তা পেতে পারে তার ব্যাবস্থা করা হবে।
এর আগে তিনি যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং গোয়েন্দা পুলিশে সুনামের সাথে দায়িত্বপালন করেছেন। যোগদানের পরপরই তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং জুয়া ও মাদকমুক্ত রামপাল উপজেলা গড়ার লক্ষ্যে থানা সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।