চিতলমারী প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ১৯:১৫, ১৩ অক্টোবর ২০১৯
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি”এই প্রতিপাদ্যে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১ টায় চিতলমারী উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল। নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ।
ফেসবুকের সাথে কমেন্ট করুন