ডেস্ক রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ হাসান মাহমুদ (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।মঙ্গলবার (১১ অক্টোবর) যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ হাসান মাহমুদকে আটক করা হয়। জব্দ গাঁজার মূল্য আনুমানিক ৩ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রাম বিএনপির গণসমাবেশে আসতে শুরু করেছে নেতাকর্মীরা
‘আটক হাসান একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ’ জানান তিনি।