নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৭:২৫, ১০ অক্টোবর ২০১৯
খুলনার কয়রায় অভিযান চালিয়ে জলদস্যুদের মূল পৃষ্ঠপোষক ও সহযোগীসহ দুই জনকে আটক করেছে করেছে র্যাব-৬। এসময়ে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও চাঁদা আদায়ের নথিপত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৭ টায় কয়রা উপজেলার ৪ নং কয়রা সরকারী পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ নূর হোসেন (৩০) কয়রা কয়রা উপজেলার ৪ নং কয়রা সরকারী পুকুরপাড় এলাকার আব্দুল ওহাব মিস্ত্রীর ছেলে ও মোঃ মোজাফ্ফর সরদার(৩২) একই এলাকার এসএম জিয়াদ আলীর ছেলে।
র্যাব-৬ এর পরিচালক লেঃ কর্ণেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জন জলদস্যুকে আটক করা হয়েছে। এসময়ে তাদের কাছ থেকে ১ টি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের টোকেন, বিকাশের মাধ্যমে চাঁদা আদায়ের নথিপত্র জব্দ করা হয়েছে। তারা জেলেদের নিকট হতে টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করতো। তাদেরকে কয়রা থানায় হস্তান্তর করে চাঁদাবাজী মামলা রুজুর প্রক্রিয়াধীন আছে।