নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:০০, ১২ সেপ্টেম্বর ২০১৯
বাগেরহাটের মোল্লারহাটে ১৩,৮০০ কেজি চোরাই চালসহ শেখ ফাহিম আহম্মেদ কামরান (২৪) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড় টায় মোল্লারহাট থানাধীন মোল্লারহাট টু চিতলমারী রোড়ে কাটাদুরা বাজারের এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শেখ ফাহিম আহম্মেদ কামরান বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের শেখ রকিব আলীর ছেলে।
ব্যার-৬ এর স্পেশাল কোম্পানী স্কোয়াড কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন জানান, র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট-চিতলমারী রোড়ে কাটাদুরা বাজারের অভিযান চালায়। এসময়ে বাজারের পার্শ্বে মোঃ মফিজ মোল্লা এর চাউলের গুদাম থেকে তাকে চালসহ আটক করে।
আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বাগেরহাট জেলার মোল্লারহাট থানার বিভিন্ন স্থানে মজুতদারী ও চোরাকারবারী ব্যবসা চালিয়ে আসছে। তাকে চালসহ মোল্লারহাট থানায় হস্তান্তর করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়ে বলে তিনি জানান।