ডেস্ক রিপোর্ট : খাদ্যমন্ত্রী সাধন চন্দ মজুমদার বলেছেন, নিরাপদ খাদ্যের জন্য ল্যাবরেটরি প্রয়োজন আছে। প্রধানমন্ত্রী ৮টি বিভাগে ৮টি ল্যাবরেটরি তৈরি করছেন। আমরা ভ্রামনাণ ল্যাবরেটরির প্রকল্প নিয়েছি, সেটাও করছি। এর বাইরে জাইকার অর্থায়নে বিশ্বমানের ল্যাবরেটরি নারায়ণগঞ্জে তৈরি হচ্ছে
রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে খাদ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং মার্কিন কৃষি বিভাগ আয়োজিত ‘ফুড অ্যান্ড ক্যামিকেল ল্যাব এক্সপো ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন : ডেঙ্গু আক্রান্ত হয়ে রূপপুর প্রকল্পের ১০ শ্রমিকসহ হাসপাতালে ৩৫
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জৈষ্ঠ্য সচিব জিয়াউল হাসান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্পের পরিচালক মাইকেল জে পার।