রামপাল প্রতিনিধি, প্রবর্তন| প্রকাশিতঃ ২০:০১, ২৬ আগস্ট ২০১৯
বাগেরহাটের রামপালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় রামপাল উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক।
রামপাল উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোল্যা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আঃ ওহাব, সহ-সভাপতি অধ্যক্ষ মোতাহার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর দীনবন্ধু পাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, ছাত্রলীগের সহ-সভাপতি কল্লোল বিশ্বাস, সাধারন সম্পাদক শেখ সাদী, মোঃ মানিক শেখসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় ১৫ আগষ্ট নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল, রচনা ও চিত্রাকংন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।