নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর দৌলতপুর মহেশ্বরপাশা এলাকায় বাবার বাড়ীতে গলায় শাড়ী পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত দিলার জাহান পায়েল (৩৪) দৌলতপুর পাবলা এলাকার সাইফুল্লাহ্ পলাশের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ পায়েল দৌলতপুর মহেশ্বরপাশা নিজ বাবার বাসায় ছিলেন। বাবা বাদশার বাসা থাকাকালীন মানসিক ও পারিবারিক সমস্যার জেরধরে নিজের রুমে সকাল সাড়ে ১০টার দিকে পরনের শাঁড়ি সিলং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় পায়েল। পরে পরিবারের লোকজন তাকে গলায় ফাঁস দেয়া দেখতে পেয়ে ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মরাদেহটি খুমেক হাসপাতালের লাশ ঘরে আছে বলে জানা যায়।
ফেসবুকের সাথে কমেন্ট করুন