বিজ্ঞপ্তি, প্রবর্তন| প্রকাশিতঃ ১৯:৫০, ১৫ আগস্ট ২০১৯
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে খুলনা জেলা পুলিশের উদ্যোগে উদয়ন খুলনা জিলা পুলিশ স্কুলে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫ আগষ্ট বিকাল সাড়ে ৪ টায় খুলনা পুলিশ সুপার এস.এম.শফিউল্লাহ্ বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান বিপিএম। আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ উদয়ন খুলনা জিলা পুলিশ স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুলিশ সদস্যদের সন্তানরাসহ স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ‘ক’ বিভাগে ১ম স্থান অধিকার করে এস.এম ইউনুস সিয়াম ও ‘খ’ বিভাগে ১ম স্থান অধিকার করে জান্নাতুল ফেরদৌস।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন প্রধান অতিথি খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম(বার)।