দৌলতপুর প্রতিনিধি : খুলনা মহানগরীর আড়ংঘাটায় এক প্রতিবন্ধী নারীকে (৩০) স্কুলের কক্ষে ধর্ষণের অভিযোগে সাগর শেখ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাগর নগরীর আড়ংঘাটা দক্ষিণ পাড়ার এলাকার হোসেন শেখের ছেলে।
এলাকাবাসী জানায়, ঈদের দিন (৩০ জুলাই) বিকেলে স্থানীয় মনিহার আইডিয়াল স্কুলের একটি কক্ষে সাগর জোর পূর্বক ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে।
আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আসামী সাগরকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা রজ্জুর প্রক্রিয়া চলছে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন