বাগেরহাটের চিতলমারিতে পরিত্যক্ত জায়গায় গাঁজা গাছ চাষ করায় মোঃ জাফর আলী শেখ (৫৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। এসময়ে তার বসতবাড়ীর থেকে রোপনকৃত ৬ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৩ আগস্ট) রাতে চিতলমারি থানাধীন চরচিংগড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ জাফর আলী শেখ ওই এলাকার মৃত তালেব আলীর ছেলে।
র্যাব-৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মাহবুবুল আলম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে তাকে আটক করা হয়েছে। এসময়ে তার বসতবাড়ীর পূর্ব পাশে পরিত্যক্ত জায়গায় তল্লাশি করে রোপনকৃত ৬ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানায়, সে গাঁজার গাছ রোপন করে নিজ হেফাযতে রেখে চাষাবাদ, উৎপাদন ও ক্রয়-বিক্রয় করে আসছে। তাকে চিতলমারি থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন