যশোর প্রতিনিধি : যশোরে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, ওই গ্রামের মৃত খেলাফাত হোসেনের ছেলে তৌহিদুর রহমান (৪৫) ও রুহুল আমীন (৪০)।
মৃতের চাচা রেজাউল ইসলাম সুইট জানান, বিকেলে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিল। এ সময় মেশিনে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৫ জন
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভাশিষ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আনার আগে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
ফেসবুকের সাথে কমেন্ট করুন