ডেস্ক রিপোর্ট :এক সপ্তাহ ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আবদুল কাদেরের। গত ২৭ জুলাই স্থানীয় সময় আনুমানিক রাত ৮টায় কর্মস্থলের উদ্দেশে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
আবদুল কাদেরের সহকর্মীদের সঙ্গে আলাপ করে তার ভাতিজা মোহাম্মদ রুবেল জানতে পারেন, ২৭ জুলাই রাতে বের হওয়ার পর থেকে তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ নেই। তার মোবাইল ফোনও বন্ধ।
আরও পড়ুন : রাশিয়ার পর এবার চীনের পক্ষে কড়া বার্তা উত্তর কোরিয়ার
জানা গেছে, নিখোঁজ আবদুল কাদের পেশায় একজন গাড়ি চালক। তিনি মালদ্বীপের রাজধানীতে থাকেন এবং একটি পিকআপ চলান।আবদুল কাদেরের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়। তিনি দীর্ঘ ১২ বছর ধরে মালদ্বীপে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি।
এদিকে নিখোঁজের পরিবার বাংলাদেশ হাই কমিশনার এবং মালদ্বীপের প্রবাসীদের কাছে আব্দুল কাদেরের সন্ধান চেয়েছে। সন্ধান পেলে +8801991127454 ও +9607326290 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।