ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন সাহেবগঞ্জ এলাকায় বাস থেকে ১৪ কেজি গাঁজাসহ মো. শাহীন মিয়া (৩২) নামে এক যবুককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (৩ আগস্ট) সকালের দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক শাহীন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাড়িয়া সরকারবাড়ী গ্রামের মৃত লুদু মিয়ার ছেলে।
আরও পড়ুন : বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলার ডুবি
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সাহেবগঞ্জ এলাকায় ওই মহাসড়কে বাসে তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ শাহীনকে আটক করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন