ডেস্ক রিপোর্ট : ভোলায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরে আলম মারা গেছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, নুরে আলম চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩টার দিকে হাসপাতালে মারা গেছেন। এখন হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ সাবেক ছাত্র নেতারা গেছেন।
এর আগে গত সোমবার (১ আগস্ট) দুপুরে গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই ছাত্র নেতাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন : রেডক্রিসেন্ট সোসাইটিকে আধুনিকীকরণে পরিকল্পনার নির্দেশনা
উল্লেখ্য, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই বিক্ষোভ সমাবেশ করে ভোলা জেলা বিএনপি। সমাবেশ চলাকালীন পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। এই ঘটনায় বিএনপির আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে নুরে আলমও ছিলেন। আজ তিনি মারা গেলেন।