রূপসা প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ২০:৩৬, ২৩ জুলাই ২০১৯
মাছ চাষে গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসায় ৭ দিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ণ, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, জেলা আওয়ামীলীগ নেতা আ. মজিদ ফকির। উপজেলা কৃষি অফিসার মো. ফরিদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলীর পরিচালনায় বক্তৃতা করেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, বন কর্মকর্তা মো. মুজিবুর রহমান, ইউসিসিএ চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য আ. গফুর খান, আওয়ামীলীগ নেতা মোল্লা তাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, বিজয়ী চাষী শাহানুর মোহাম্মদ, শেখ হেমায়েত উদ্দিন, গৌতম কুমার কুন্ডু, মাসুদুর রহমান, প্রদীপ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে ৪ জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।