নিজস্ব প্রতিবেদক, Prabartan | প্রকাশিতঃ ১৬:০৪, ২৩ জুলাই ২০১৯
খুলনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৬।
সোমবার (২২ জুলাই) দিবাগত রাতে খুলনার সোনাডাঙ্গা থানাধীন এলাকায় র্যাবের চৌকস আভিযানে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মোঃ শামীম সরকার।
তিনি জানান, সোনাডাঙ্গা থানাধীন শেখ হারুন-অর-রশিদ এর বাড়ীর সামনে কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালায়। সেখানে মোঃ রমজান আলী (৪০) কে ১২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি খুলনা জেলার রূপসা থানাধীন দেয়ারা গ্রামের মোঃ ইয়াকুর আলী সরদারের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ সোনাডাঙ্গা থানার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।