বিজ্ঞপ্তি : পবিত্র ঈদ উল আযহা উলক্ষে খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির অন্তর্ভুক্ত বড় বাজারে সকাল ব্যবসা প্রতিষ্ঠান ৪দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
কোভিড-১৯’র সংক্রমন খুলনাঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়ায় এই অঞ্চলের অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। করোনা সংক্রমন রোধে এবং ঈদ উল আযহা উপলক্ষে এই সমিতির অন্তর্ভুক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান আগামী ২১ জুলাই বুধবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত এই ৪দিন বন্ধ থাকবে।
সমিতির সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান এই ৪দিন সকল ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন রূপে বন্ধ রাখার জন্য এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে প্রতিষ্ঠানের সামনে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখে সুইচ চালু রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
নেতৃবৃন্দ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদে রাখার জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।