ডেস্ক রিপোর্ট লকডাউন শিথিলের প্রথম দিনে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে রাজধানী ফেরত ঈদে ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই দুই ঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে।
পাটুরিয়া ঘাটে দূরপাল্লার শতাধিক বাস ও ছোট গাড়িসহ চার শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। অপর দিকে আরিচা ঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।
লঞ্চে যাত্রীদের উপচে পরা ভিড় দেখা দিয়েছে। এ কারণে দুর্ভোগে পরেছে ঘাটে পার হতে আসা যাত্রী ও চালকরা। পার হতে আসা বেশির ভাগ যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছে না। তবে ঘাট কর্তৃপক্ষের দাবি এখন পর্যন্ত ঘাট স্বাভাবিক রয়েছে। বহরে সব ফেরি সচল থাকায় কোনো সমস্যা হবে না।
বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল জানান, লকডাউন শিথিলের প্রথম দিনেই পাটুরিয়া ঘাটে দেশের দক্ষিণ-পশ্চিমঞ্চলের ২১ জেলার রাজধানী ফেরত ঈদে ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ পড়েছে। ঘাট এলাকায় ছোট-বড় শতাধিক যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। তবে এ নৌরুটে বহরে থাকা সব ফেরি চলাচল করায় তেমন সমস্যা হবে না।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। অপর দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌরুটে ৩৪টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।
যশোরগামী আকাশ মোল্লা নামের এক যাত্রী কালের কণ্ঠকে বলেন, রাজধানীতে কাজ না থাকায় আগে ভাগেই পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়ি ফিরছি। ঘাটে এসে দেড় ঘণ্টা ধরে পারের অপেক্ষায় বসে আছি। এদিকে লোকাল বাসের শত শত যাত্রীঘাটে নেমে লঞ্চে করে নদী পার হয়ে যাচ্ছে।