৮৮তম ওভারে বোলিং করতে এসেছিলেন ভিক্টোর নিয়াউচি। তবে নিয়াউচি ডেলিভারিটা সম্পন্ন করার আগেই সরে গেলেন মাহমুদউল্লাহ, প্রস্তুত ছিলেন না বলে। নিয়াউচিও সেটি সহজভাবে নেননি, ডেলিভারি না করলেও বলটা ছুড়ে মেরেছিলেন। পরেরবার নিয়াউচি ডেলিভারি-স্ট্রাইডে গেলেন ঠিকই, তবে এবার তিনি ডেলিভারিটা করলেন না। এবার উত্তপ্ত হয়ে উঠলেন মাহমুদউল্লাহ। তিনি হাঁটা দিলেন বোলারের পেছন পেছন, আঙুল তুলে কিছু একটা বলছিলেনও তাকে। শেষে আম্পায়ার মারাই এরাসমাস এসে মধ্যস্থতা করেছেন দুজনের। পরেরবার রান-আপ শুরু করেও থেমে গিয়েছিলেন নিয়াউচি।

ফেসবুকের সাথে কমেন্ট করুন