নড়াইল প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৭:২০, ০৭ জুলাই ২০১৯
নড়াইল সদর উপজেলার ৪টি গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আক্রান্ত হয়েছে। পাগলা কুকুরের কামড়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার(৭ জুলাই) সকাল থেকে নড়াইল সদরের রঘুনাথপুর, বল্লারটোপ, ফুলশ্বর, যদুনাথপুর এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে আহত নারী ও শিশুসহ ৯ জনকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার যদুনাথপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী রোকসানা বেগম, রহমতপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে আখি, বেগম, ফুলশর গ্রামের মিলন মিয়ার ছেলে ইয়াসিন, আউড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে তানভিরসহ (৮) ১৫জনকে কামড়িয়ে আহত করে।
আহতরা জানায়,রাস্তায় সাইকেল নিয়ে যাবার সময় পিছন দিকে থেকে এসে অথবা রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কুকুরটি পথচারীকে কামড়ে দিচ্ছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.রোকসানা বিনতে আকবর জানান, কুকুরে কামড়ানো কয়েকজন রোগী গুরুতর আহত হয়েছেন ।হাসপাতালের পক্ষ থেকে তাদের সকলকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।