খুলনায় জলবায়ু পরিবর্তনজনিত উদ্বাস্তুদের অধিকারভিত্তিক সুরক্ষা শীর্ষক সেমিনার

বিজ্ঞপ্তি, Prabartan | প্রকাশিতঃ ২০:২০, ০৩ জুলাই ২০১৯

‘জলবায়ু পরিবর্তনজনিত উদ্বাস্তুদের জন্য চাই অধিকারভিত্তিক সুরক্ষা প্রয়োজন স্থানীয় নীতিমালা প্রণয়ন’ শীর্ষক সেমিনার বুধবার (৩ জুলাই) সকালে খুলনার হোটেল টাইগার গার্ডেনে অনুষ্ঠিত হয়। বেরসকারি উন্নয়ন সংস্থা (এ্যাওসেড)) এর আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

সেমিনায়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সিটি কর্পোরেশেনের প্যানেল মেয়র মোঃ আলী আকবার টিপু এবং কুয়েটের শিক্ষক প্রফেসর গোলাম মোস্তফা সরোয়ার প্রমুখ। সেমিনারটি পরিচালনা করেন বেরসকারি উন্নয়ন সংস্থা (এ্যাওসেড)’র নির্বাহী পরিচালক মোঃ শামীম আফরীন। প্রবন্ধ উপস্থাপন করেন সিজিআরএফ প্রকল্পের কো-অডিনেটর মোঃ সালেহীন সরফরাজ।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। ঘুর্ণিঝড় আইলায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপশি জিও, এনজিওসহ সকলকে এক সাথে কাজ করতে হবে। এজন্য টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। খুলনা আঞ্চলের দাকোপ, কয়রা, বটিয়াঘাটা, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি এবং বাগেরহাটের মংলা উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত উদ্বাস্তু সৃষ্টির আশংকা বেশি।

সেমিনারে জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top