ডেস্ক রিপোর্ট : দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শাওন (৭) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিশু নিহত হয়েছে।উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর নামক স্থানে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বাজিতপুরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি ভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাওন নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের বুলেট হোসেনের ছেলে।নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন