কয়রায় অসহায় বয়স্ক-বিধবা-প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ

‘শেখ হাসিনার মমতা- বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ ‘বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকালে কয়রা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে ভাতা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।

এ সময় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু’র অসমাপ্ত সোনার বাংলা গড়তে এবং বাঙ্গালী জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ আজ এগিয়ে যাচ্ছে কোন অপশক্তি এ উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারবে না।

তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে পড়া জনগৌষ্ঠিদের এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই ভাতার আওতায় আনা হবে। কোন মানুষ যেন আর অসহায়ভাবে জীবন যাপন না করে সে জন্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, উপজেলা সহকারী নূরে-ই আলম সিদ্দিকি, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা হারুন অর রশিদ, শামীম সরকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মারুফ হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খান, উপজেলা যুবলীগ নেতা আছাফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, নতুন ভাতার আওয়াত অসহায় বয়স্ক ৫৪৯ জন, বিধবা ৪৫৯ জন,প্রতিবন্ধী ৮৪৯জন,প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ২০ জন,দলীত বয়স্ক ভাতা ৯ জন, দলীত শিক্ষা উপবৃত্তি ১২জনকে আনা হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top