চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন।
বুধবার (০১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এ অর্থদন্ডাদেশ দেন। সেই সাথে তাদেরকে করোনা সংক্রান্ত সরকারি নির্দেশ মানার জন্য নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম সাংবাদিকদের জানান, বুধবার দুপুরে সরকারি নির্দেশ অমান্য করায় উপজেলা সদর বাজারের তিন ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার ৭০০ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে তাদেরকে করোনা সংক্রান্ত সরকারি নির্দেশ মানার জন্য নির্দেশ হয়েছে।