সামাজিক ও মানবিক সংগঠন ‘ মানবিক বাংলাদেশ সোসাইটি’ মুজিববর্ষ উপলক্ষে ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম হাতে নিয়েছে।
‘গাছ লাগান,পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ( ৩০ জুন) সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে খর্ণিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণের নির্দিষ্ট স্থানে ফলজ ও বনজ বৃক্ষের চারাগাছ রোপণ করা হয়। মানবিক বাংলাদেশ সোসাইটি’ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন স্থানে মুজিবর্ষ উপলক্ষে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জনাব নূরুল ইসলাম(বাদশা), শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মতিয়ার রহমান, মানবিক বাংলাদেশ সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খান আরিফুজ্জামান(নয়ন), সংগঠনের খর্ণিয়া ইউনিয়ন শাখার সভাপতি মনিশঙ্কর মল্লিক,সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন(বাপ্পি), ডুমুরিয়া সদর ইউনিয়ন শাখার মানবিক নেতা মাসুদ রানা,খর্ণিয়া শাখার ক্রিয়া সম্পাদক মো: হাবিবুল্লাহ ফকির, ও ৯ নং বাহাদুর পুর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মো: রিয়াদুজ্জামান প্রমুখ।