খুলনার পাইকগাছার সোলাদানায় ক্যাডেট কলেজ ১৯৮৭-১৯৯৩ ব্যাচের নৌবাহিনী, আর্মি ও বিভিন্ন দপ্তরে চাকরিরত কর্মকর্তা কর্তৃক ৫০ টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকালে সোলাদানা পরিষদের চেয়ারম্যান এস এম এনামুল হকের মাধ্যেমে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, তৈল, পেঁয়াজ, লবণ ও সাবান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, কল্যানী মন্ডল, আব্দুস সবুর, আবুল কাশেম, কিশোর কুমার মন্ডল, প্রশান্ত কুমার মন্ডল, রকি বিশ্বাস, ইসরাফিল মোড়ল, প্রনবসহ আরো অনেকে।
ত্রাণ বিতরণের সময় ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক সংশ্লিষ্ট দাতাদেরকে ৫নং সোলাদানা ইউনিয়নবাসির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।