খুলনায় এক থানার ১২ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

খুলনার খানজাহান আলী থানার ১২ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

খানজাহান আলী থানা সূত্র জানায়, গত ১৬ জুন এস আই রোকনুজ্জামানের শরীরে প্রথম করোনা পজেটিভ ধরা পড়ে। এই পুলিশ সদস্যের নমুনা দেওয়ার ১০দিন পর রেজাল্ট পেয়েছিলেন। তখন তাৎক্ষণিক ভাবে থানা লকডাউন করে সকল সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠান হয়। পরে ১৮ জুন থেকে কয়েক ধাপে থানার পুলিশ সদস্য ও তাদের পরিবারের ৭৫ সদস্যের নমুনা পরীক্ষার জন্য খুমেকের ল্যাবে পাঠানো হয়। নমুনা দেয়ার ৬ দিন পর গত ২৪ জুন ১৯ জনের রির্পোট পাওয়া গেছে হয়। ওই ১৯ টি রিপোর্টের মধ্যে ১১ টি পজিটিভ পাওয়া গেছে। রিপোর্টে থানার হযরত আলী (৪৭), নাসির উদ্দিন (৪৫), আবু ফজল (৫২), মো. মাফিজুল (৪৭), সোহেল রানা (৪৫), লুৎফল হাসান (৪৫), আজিজুর রহমান (৪৪), আলীমুজ্জামান (২৯), শাহাদাৎ হোসেন (৪৯), শফিকুল ইসলাম (৪৫) এবং আজিজুর রহমানে (৪৫) করোনা আক্রান্ত বলে জানা গেছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, কয়েক ধাপে মোট ৭৫ জনের নমুনা দেওয়া হয়েছে। গত ১৮ জুন দেওয়া ১৯ জনের নমুনার মধ্যে ১১জনের করোনা পজেটিভ এসেছে এখনও বাকি ৫৬ জনের রির্পোট পাওয়া যায়নি। তিনি সকলকে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধির নির্দেশনা এবং হোম কোয়ারেন্টাইনে যারা থাকবেন তাদেরকে যথাযথ নির্দেশনা মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top