ডেস্ক রিপোর্ট : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৪৭ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার বাল্লা বাজারের মৎস্য ব্যবসায়ী পঁচা হালদার ও তাপস হালদার বিক্রির জন্য মাছটি ঝিটকা বাজারে নিয়ে আসেন।
ঝিটকা বাজার ব্যবসায়ী সভাপতি বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন পর বাজারে আজ এতো বড় মাছ উঠেছে। মাছটির ওজন ৪৭ কেজি। একক ক্রেতা না থাকায় মাছটি কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করা হয়। উল্লেখ্য, গতকাল রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্ট থেকে স্থানীয় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
আরও পড়ুন : বছরে খামার থেকে ২০০ গরু বিক্রি করেন শিহাব
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, আমি শুনেছি। পদ্মায় বোয়াল, কাতল, চিতল, আইড়সহ বড় বড় মাছ ধরা পড়ছে। মাছের প্রজননের জায়গা হলো হরিরামপুর। ফলে জেলেরা এখানে পদ্মা নদীতে জাল ফেললে অনেক সময় এ ধরনের বড় মাছ ধরতে পারেন।