একদিনে মৃত্যু ৫৪৬৫, শনাক্ত এক লাখ ৬৩ হাজার

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড বিশ্ব। প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল; গত ২৪ ঘণ্টায় তাতে আরো যোগ হলো পাঁচ হাজার ৪৬৫ জন। বাড়ছে আক্রান্তের সংখ্যাও, একদিনে মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৬৩ হাজার মানুষ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৮০৫ জন। আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৫৩ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৫০ লাখ ৪১ হাজার ৭১১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

সোমবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে একদিনে এক হাজার ৩৬৪ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৫২ হাজার ৭৭১ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৫১ হাজার। এর মধ্যে ২৪ ঘণ্টায়ই শনাক্ত ৪০ হাজার ১৩১জন।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৮৬৩ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ২৩ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে ছয়টি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৪ লাখ ২৪ হাজারের বেশি সংক্রমিত।

মেক্সিকোতে একদিনে ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। এটিই গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ। নতুন সংক্রমিত হয়েছে ৪ হাজার ৫ শতাধিক। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২২ হাজার ৫৮৪ ও আক্রান্ত এক লাখ ৮৫ হাজারের বেশি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top