খাদ্যবান্ধব কর্মসূচির (রেশনিং কার্ডের) চাল চার বছর ধরে ১৮ জন উপকার ভোগীর মাঝে সরবরাহ না করে তা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বাগেরহাটের শরণখোলার সংরক্ষিত আসনের এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।
এ ঘটনায় সম্প্রতি বঞ্চিতদের পক্ষে উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্দা শেখ মতিয়ার রহমানের স্ত্রী মোসা. নাছিমা বেগম বাদী হয়ে ইউএনও’র কাছে একটি অভিযোগ দায়ের করে এ দুর্নীতির বিচার দাবি করেছেন।
অভিযোগকারী জানান, উপজেলার ৪ নম্বর সাউথখালী ইউপির দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের স্ত্রী এবং ওই ইউপির ১ ,২ ও ৩ নম্বর ওয়ার্ড়ের (সংরক্ষিত) আসনের নারী ইউপি সদস্য আরিফুন্নাহার বিউটি নির্বাচিত হলেও তিনি ইউপির কোনো কার্যক্রমে হাজির হন না । তার পরিবর্তে স্বামী নজরুল ইসলাম সব কার্যক্রম পরিচালনা করেন। যা সম্পূর্ণ বেআইনি।
খাদ্যবান্ধব কর্মসূচির (রেশনিং কার্ডের) ১৮ জন উপকার ভোগীর চার বছরের চাল সরবরাহ না করে স্বামী নজরুলের সহযোগিতায় প্রায় ২৬ মেট্রিক টন চাল আত্মসাৎ করে তা কালো বাজারে বিক্রি করেছেন ওই নারী ইউপি সদস্য।
পাশাপাশি ২০১৬ সাল থেকে রেশনিং কার্ডের তালিকা তৈরিতে অনৈতিক সুবিধা গ্রহণ করে অন্য এলাকার বাসিন্দা ও প্রবাসী এবং সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করেছেন বিউটি বেগম। এছাড়া তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি উপকারভোগীরা অনেকে আদৌ জানেন না, কেউ আবার বসবাস করছেন ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন স্থানে।
উত্তর তাফালবাড়ীর রেজাউল হাওলাদার, দক্ষিণ তাফালবাড়ীর খগেন্দ্রনাথ মন্ডল ও গৌতম মজুমদার, উত্তর তাফালবাড়ীর ইউনুছ আলী ও মো. নাছির হাওলাদার ,বকুলতলার মো. ইউনুছ পহলন ও আ. রাজ্জাক হাওলাদার বলেন, তালিকায় নামের বিষয়ে কিছুই আমাদের জানা নেই। এমনকি গত চার বছরে আমরা কোনো চাল পাইনি।
এ বিষয়ে ইউপি সদস্য বিউটি বেগম বলেন , আমি কোনো চাল আত্মসাৎ করিনি । ওই উপকার ভোগীদের চালগুলো সংশ্লিষ্ট চেয়ারম্যানের নির্দেশে গত চার বছর ধরে অন্যান্য দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন বলেন, বিউটির বিরুদ্বে এটা একটি মহলের চক্রান্ত । এত বছর ওই চাল অন্য উপকারভোগীদের মাঝে দেয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।
ইউএনও সরদার মোস্তফা শাহিন বলেন , এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি । বিষয়টি ওই ইউপির ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাইকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই ইউপি সদস্যের বিরুদ্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।