ডেস্ক রিপোর্ট : ভারতের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে খেলবেন না আদিল রশিদ। হজ করতে ছুটি চেয়েছিলেন এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তা মঞ্জুর করেছে।
৩৪ বছর বয়সী লেগস্পিনার তার স্ত্রীর সঙ্গে যাচ্ছেন সৌদি আরব। জাতীয় ক্রিকেট বোর্ড ও কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের কাছ থেকে ছুটি মেলায় দীর্ঘ প্রতিক্ষীত ইচ্ছা পূরণ হচ্ছে রশিদের।
এই ইংলিশ স্পিনার জানান, হজ শেষে দ্রুত ভারতের বিপক্ষে সিরিজ খেলার ইচ্ছা ছিল তার। কিন্তু সময় একটু বেশি লাগবে, ‘এই বছর আমার মনে হয়েছিল এটা (হজ) আমাকে করতেই হবে এবং আমিও খুব চেয়েছিলাম। ইসিবি ও ইয়র্কশায়ারের সঙ্গে কথা বলেছি, তারাও বুঝেছে এবং আমাকে উৎসাহ দিয়েছে।’
আরও পড়ুন : মাত্র আড়াই মাসের গ্যাস আছে জার্মানির হাতে
হজের কারণে রশিদ একাই যে আন্তর্জাতিক ম্যাচে অনুপস্থিত থাকছেন না, তা নয়। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম হজের জন্য ছুটি নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের চলতি সফর থেকে।