ডেস্ক রিপোর্ট : ইরাকে মানবপাচার ও মুক্তিপণ আদায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এছাড়াও তিন ভিকটমকে উদ্ধার করা হয়েছে, যারা ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হেফাজতে রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুন) সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তোহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইরাকে পাচার চক্রের সিন্ডিকেটের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইরাকে এ চক্রের দ্বারা অপহরণ হওয়া ৩ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তারা এখন ইরাকে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও তিনি জানান।
ফেসবুকের সাথে কমেন্ট করুন