ডেস্ক রিপোর্ট :ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ৯ জুলাই শনিবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জ্যোতির্বিদদের বরাত দিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদনে জানানো হয়, জিলহজের প্রথম চাঁদ দেখা যেতে পারে আরব আমিরাতের স্থানীয় সময় ২৯ জুন (বুধবার) সন্ধ্যায়।
আরও পড়ুন : কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: ফারুক খান
সেই হিসাবে ৩০ জুন হবে জিলহজ মাসের প্রথম দিন।আর আগামী ৮ জুলাই পবিত্র আরাফার দিন। সেই হিসাবে আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই (১০ জিলহজ)।প্রতি বছর জিলহজ মাসে সৌদি আরবের মক্কায় পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১০ জিলহজ ঈদুল আজহার দিনে কোরবানি করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শেষ হয়।
ফেসবুকের সাথে কমেন্ট করুন