বাগেরহাটের শরণখোলায় ট্রলির চাপায় ভ্যান চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়েন্দা তাফালবাড়ী সড়কের ছোট হুজুরের মাদ্রাসা সংলগ্ন এলাকায়।
জানা যায়, গতকাল (মঙ্গলবার) সকাল ১০টার দিকে রায়েন্দা বাজারের চটপটি ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে ভ্যান চালক আলী হোসেন (২২) তাফালবাড়ী থেকে রায়েন্দা বাজারে আসছিল। ওই সময় তাফালবাড়ীগামী একটি সিমেন্ট-বালু বোঝাই ট্রলি ছোট হুজুরের মাদ্রাসা সংলগ্ন এলাকায় আসা মাত্র আলীর ভ্যানে ধাক্কা দেয়।
এতে আলী ছিটকে সিমেন্ট-বালু বোঝাই ট্রলির নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়া উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে বিকেল ৩টার দিকে খুলনা যাওয়ার পথে মোড়েলগঞ্জ ফেরি ঘাট এলাকায় তার মৃত্যু হয়।