ডেস্ক রিপোর্ট : ভিন্ন স্বাদের ক্রিকেট নিয়ে হাজির হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বোর্ডের সঙ্গে সমন্বয় করে নতুন এক টুর্নামেন্টের ঘোষণা দিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কর্তৃপক্ষ।দশ ওভারের টুর্নামেন্টটির নাম রাখা হয়েছে ‘সিক্সটি’। এতে থাকবে অদ্ভূত সব নিয়ম।
তার মধ্যে একটি হলো – কোনো নির্দিষ্ট সময়ে ব্যাটার আউট হবেন কি না, সেটা নির্ধারণ করে দেবে দর্শক! এখানেই শেষ নয়। এমন আরও চার নিয়ম নিয়ে মাঠে গড়াতে চলেছে টুর্নামেন্টটি।
নিয়মগুলো হচ্ছে –
* ইনিংসপ্রতি ব্যাটিং দলের উইকেট থাকবে ছয়টি।
* প্রথম দুই ওভার থাকবে পাওয়ারপ্লে, তবে সেই দুই ওভারে দুই ছক্কা হাঁকালেই ব্যাটিং দল পাবে একটি ফ্লোটিং পাওয়ারপ্লে।
* সাধারণত ক্রিকেটে প্রতি ওভার শেষে প্রান্ত বদল করা হয়। দ্য সিক্সটিতে এই নিয়মটাও বদলে ফেলা হচ্ছে। এই টুর্নামেন্টে প্রথম পাঁচ ওভার করা হবে একই প্রান্ত থেকে, অন্য প্রান্ত থেকে শেষ করা হবে পরের পাঁচ ওভার।
আরও পড়ুন : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: আন্তর্জাতিক সহায়তার আবেদন তালেবানের
*স্লো ওভার রেটের জরিমানাতেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যদি কোনো দল ৪৫ মিনিটে শেষ করতে না পারে তবে শেষ ওভারে এক ফিল্ডার কম নিয়ে খেলতে হবে। এটাই হচ্ছে শাস্তি।
সবচাইতে অভিনব নিয়মটি হচ্ছে – ব্যাটিং চলাকালে ব্যাটার পেতে পারেন ‘মিস্ট্রি ফ্রি হিট’, সেটা নির্ধারণ করে দেবেন দর্শকরা। অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত হবে বিষয়টি। সেটা হলে একটা নির্দিষ্ট বলে আউট হলেও বেঁচে যাবেন ব্যাটার।