ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম মহানগরীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীতে নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৭৭ শতাংশ।বৃহস্পতিবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন : নরসিংদীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে ৭৫৪ জনেরর নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে ৪৪ জন চট্টগ্রাম মহানগর এলাকার ও ২ জন জেলার বোয়ালখালী ও রাউজান উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৮৪৭ জন। এছাড়া করোনায় চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬২ জন।
ফেসবুকের সাথে কমেন্ট করুন